স্পর্শ
স্পর্শ [ sparśa ] বি. 1 দেহত্বক দ্বারা অনুভব করার গুণ বা ত্বগিন্দ্রিয়গ্রাহ্য গুণ; 2 ছোঁয়া, ঠেকাঠেকি।
[সং. √ স্পৃশ্ + অ]।
স্পর্শক বিণ. স্পর্শকারী; (জ্যামি.) যে সরল রেখা বৃত্তাদির পরিধি স্পর্শ করে কিন্তু বর্ধিত হলেও ছেদ করে না, tangent (বি. প.)।
স্পর্শকাতর বিণ. স্পর্শমাত্রে বা তুচ্ছ কারণে মনে আঘাত সৃষ্টি করে এমন বা মনে আঘাত পায় এমন (স্পর্শকাতর ভাব, ব্যক্তি বা ব্যাপার), sensitive.
বি. স্পর্শকাতরতা।
স্পর্শক্রামী (-মিন্) বিণ. স্পর্শদ্বারা সংক্রমিত হয় এমন, সংক্রামক, ছোঁয়াচে।
স্পর্শন বি. স্পর্শ করা।
স্পর্শনীয়, স্পৃশ্য বিণ. স্পর্শনযোগ্য (তু. বিপ. অস্পৃশ্য)।
স্পর্শবর্ণ বি. বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণ।
স্পর্শমণি বি. যে (কাল্পনিক) রত্নের ছোঁয়া লাগলেই সব কিছু সোনায় পরিণত হয়, পরশপাথর।
স্পর্শী (-র্শিন্) বিণ. স্পর্শকারী (আকাশস্পর্শী)।
স্ত্রী. স্পর্শিনী।
স্পর্শেন্দ্রিয় বি. ত্বক।
স্পৃষ্ট বিণ. স্পর্শ করা হয়েছে এমন (বিদ্যুত্স্পৃষ্ট = বৈদ্যুতিকস্পর্শে মৃত, electrocuted)।
স্পৃষ্টি বি. স্পৃষ্ট অবস্হা; স্পর্শন।