স্বেচ্ছা

স্বেচ্ছা [ sbēcchā ] বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা।

[সং. স্ব + ইচ্ছা]।

স্বেচ্ছাকৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)।

স্বেচ্ছাক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে।

স্বেচ্ছাচার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার।

স্বেচ্ছাচারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী।

স্ত্রী. স্বেচ্ছাচারিণী।

বিণ. স্বেচ্ছাচারিতা।

স্বেচ্ছাধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন।

স্বেচ্ছানুবর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী।

স্ত্রী. স্বেচ্ছানুবর্তিনী।

বি. স্বেচ্ছানুবর্তিতা।

স্বেচ্ছাপ্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত।

স্বেচ্ছামৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু।

স্বেচ্ছাব্রতী, স্বেচ্ছাসেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer.

স্ত্রী. স্বেচ্ছাসেবিকা, স্বেচ্ছাসেবকা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...