শাসন
শাসন [ śāsana ] বি.
1 দমন (দুষ্টের শাসন);
2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন);
3 পরিচালনা (রাজ্যশাসন);
4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন);
5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন);
6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন);
7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন);
8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন);
9 বন্ধন (নিয়মের শাসন)।
[সং. √ শাস্ + অন]।
শাসনকর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি।
শাসনতন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী।
শাসনবিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান।
শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত।
শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়।
শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)।
স্ত্রী. শাসিতা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...