শ্রী
শ্রী [ śrī ] বি.
1 লক্ষ্মীদেবী;
2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি);
3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী);
4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই);
5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত);
6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ।
[সং. √ শ্রি + ক্বিপ্]।
শ্রীঅঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)।
শ্রীকণ্ঠ বি. শিব।
শ্রীকান্ত বি. বিষ্ণু।
শ্রীক্ষেত্র বি. পুরীধাম।
শ্রীখণ্ড বি. চন্দনকাঠ।
শ্রীখণ্ডি বি.
1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ;
2 বিবাহের পিঁড়ি।
শ্রীখোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল।
শ্রীঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার।
শ্রীঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা।
শ্রীচরণ, শ্রীচরণকমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ।
শ্রীচরণকমলেষু, শ্রীচরণেষু — পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ।
শ্রীছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য. ছিরি-ছাঁদ।
শ্রীধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ।
শ্রীনিবাস, শ্রীপতি বি. বিষ্ণু।
শ্রীপঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি।
শ্রীপদ, শ্রীপদ-পঙ্কজ, শ্রীপদ-পল্লব, শ্রীপদ-কমল, শ্রীপাদ, শ্রীপাদ-পদ্ম — শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)।
শ্রীপর্ণ বি. পদ্ম।
শ্রীফল বি. বেল।
শ্রীবত্স বি.
1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা;
2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি।
শ্রীবত্সলাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি।
শ্রীভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া।
শ্রীমণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়।
শ্রীমত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)।
শ্রীমতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী।
☐ বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা।
শ্রীমন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী।
শ্রীমান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত।
শ্রীমুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ।
শ্রীযুক্ত,শ্রীযুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)।
স্ত্রী. শ্রীযুক্তা।
শ্রীল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)।
শ্রীশ বি. বিষ্ণু।
শ্রীহস্ত বি. সুন্দর বা পবিত্র হাত।
শ্রীহস্তিনী বি. হাতিশুঁড়া গাছ।
শ্রীহীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন।
বি. শ্রীহীনতা।