মাল
মাল1 [ māla1 ] বি.
1 অনুন্নত জাতিবিশেষ;
2 (বাং.) সাপ ধরা যাদের পেশা, সাপুড়িয়া, সাপের ওঝা।
[সং. মল + অ]।
মালবৈদ্য বি. সাপের বিষের চিকিত্সক, সাপের ওঝা।
মাল2 [ māla2 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা।
[সং. মল্ল]।
মালভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau.
মাল3 [ māla3 ] বি. কুস্তিগির, মল্লযোদ্ধা।
[সং. মল্ল]।
মালকোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা।
মালশাট, মালসাট বি. মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট।
মাল4 [ māla4 ] (অশা.) বি.
1 মদ (মাল খাওয়া);
2 সুন্দরী মেয়ে।
[আ. মল্]।
মাল টানা ক্রি. বি. (অশা.) মদ খাওয়া।
মাল5 [ māla5 ] বি. (কাব্যে) মালা (‘মুকুতার মালা’: ক.ক.)।
[সং. মাল্য]।
মাল6 [ māla6 ] বি.
1 পণ্যদ্রব্য (দোকানের মাল);
2 দ্রব্য, জিনিসপত্র (মালগুদাম);
3 ধন, সম্পদ (মালদার লোক);
4 রাজস্ব, খাজনা (মালগুজার);
5 যে-জমির খাজনা সরকারি অফিসে জমা দিতে হয়।
[আ. মাল্]।
মাল কাটা ক্রি. বি. পণ্যদ্রব্য বিক্রিত হওয়া।
মালক্রোক বি. (প্রধানত আদালতের আদেশে) অস্হাবর সম্পত্তি আটক ।
মালখানা বি.
1 বহুমূল্য দ্রব্যাদি রাখার ঘর;
2 খাজনাখানা।
মালগাড়ি বি. (প্রধানত রেলের) মালবাহী গাড়ি।
মালগুজার বি. যে রাজস্ব দেয়, জমিদার।
মালগুজারদার বি. যে মালগুজারি বা খাজনা দেয়।
মালগুজারি বি. ভূমিকর, খাজনা।
মালজমি বি. খাজনা করা জমি।
মালজামিন বি.
1 সম্পত্তির জামিন;
2 জামিনরূপে রক্ষিত সম্পত্তি।
মালদার বিণ. সম্পত্তিশালী, ধনবান (মালদার লোক)।
মালপত্র বি. জিনিসপত্র, বিভিধ দ্রব্য।
মালবাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন।
মালমশলা বি. উপাদান, উপকরণ।
মালমাত্তা বি.
1 ধনসম্পত্তি;
2 অস্হাবর সম্পত্তি।
কাঁচা মাল বি. শিল্পদ্রব্যের মূল উপকরণ, raw material.