মালা

মালা1 [ mālā1 ] বি. ধীবর, জেলে, বাঙালী সম্প্রদায়বিশেষ।

[সং. মাল]।

মালা2 [ mālā2 ] বি. শাঁস বার করে নেওয়ার পর নারকেলের আধখানা খোল অর্থাত্ অর্ধাংশ, বাটির আকারের নারকেলের খোল।

[< সং. মালঞ্চ]।

মালা3 [ mālā3 ] বি.
1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা);
2 পুষ্পমাল্য;
3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)।

[সং. মা + √ লা + অ + আ]।

মালাকর, মালাকার বি. বিণ.
1 পুষ্পমাল্যরচনাকারী, মালী (‘আমি তব মালঞ্চের হব মালাকার’: রবীন্দ্র);
2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ।

মালাচন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন।

মালাবদল বি.
1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান;
2 বিবাহ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...