মিথ্যা
মিথ্যা [ mithyā ] বিণ.
1 অসত্য (মিথ্যা কথা);
2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি);
3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)।
☐ বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)।
☐ ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)।
[সং. √ মিথ + য + আ]।
মিথ্যাচরণ, মিথ্যাচার বি.
1 মিথ্যা কথা বলা;
2 কপট ব্যবহার, কপটতা।
মিথ্যাচারী (-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব।
স্ত্রী. মিথ্যাচারিণী।
মিথ্যাবাদ, মিথ্যাভাষণ বি.
1 মিথ্যা কথা;
2 মিথ্যা বলা।
মিথ্যাবাদী (-দিন্), মিথ্যাভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন।
স্ত্রী. মিথ্যাবাদিনী, মিথ্যাভাষিনী।
মিথ্যাসাক্ষী (-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...