মিশ

মিশ1 [ miśa1 ] বিণ. বিণ-বিণ. ঘোর কালো, মসিবত্ (মিশকালো রং)।

[সং. মসি-তু. ফা. মিসা]।

মিশমিশ বি. ঘোর কৃষ্ণবর্ণের ভাব (মিশমিশ করা)।

মিশমিশে বিণ. ঘোর কালো (মিশমিশে রং)। ☐ বিণ-বিণ. মসিবত্, ঘোর (মিশমিশে কালো রং)।

মিশ2 [ miśa2 ] বি.
1 মিশ্রণ, মেশানো (তেলে জলে মিশ হয় না);
2 মিল।

[মিশা দ্র]

মিশ খাওয়া ক্রি. বি.
1 খাপ খাওয়া, মেলা;
2 বনিবনা হওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...