মোছা
মুছা, মোছা [ muchā, mōchā ] ক্রি. বি.
1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা);
2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)।
☐ বিণ. উক্ত উভয় অর্থে। [< সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]।
মুছানো, মোছানো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া।
☐ বিণ. উক্ত অর্থে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...