মুঠো
মুঠ, মুঠা, মুঠি, মুঠো [ muṭha, muṭhā, muṭhi, muṭhō ] বি.
1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, ‘মুঠোয় ভরি গোটা ভুবনটাই’: শ. ঘো.);
2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)।
☐ বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)।
[সং. মুষ্টি]।
মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ.
1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো);
2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...