মুড়া
মুড়া1, মোড়া [ muḍ়ā1, mōḍ়ā ] বি. ক্রি.
1 আবৃত বা বেষ্টিত করা (‘চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী’: রবীন্দ্র);
2 জড়ানো (কাগজে মোড়া);
3 ভাঁজ বা সংকুচিত করা (হাঁটু মুড়ে বসা);
4 মোচড়ানো বা বাঁকানো (গা মোড়া);
5 পাকানো (আঙ্গুলে তার মোড়া)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[প্রাকৃ. মংড < সং. √ মণ্ড্-তু. হি. √ মঢ়]।
মুড়ানো1, মোড়ানো1 ক্রি. বি. আবৃত বা বেষ্টিত করানো; ভাঁজ বা সংকুচিত করানো; পাক বা মোচড় দেওয়ানো বা দেওয়া; বাঁকা করানো বা করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
মুড়া2, মোড়া [ muḍ়ā2, mōḍ়ā ] (কথ্য). মুড়ো বি.
1 মুণ্ড (মাছের মুড়ো);
2 আগা;
3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো);
4 আঁচল ছেঁড়া কাপড়;
5 পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো।
☐ বিণ.
1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ);
2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা);
3 নির্জল (মুড়া মাখন)।
☐ ক্রি.
1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো);
2অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)।
[সং. √ মুণ্ড্ + বাং. আ]।
মুড়ানো2, মোড়ানো2 ক্রি. বি.
1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো;
2 আগা ছাঁটা বা ছাটানো।
☐ বিণ. উক্ত সব অর্থে।