মুণ্ড
মুণ্ড [ muṇḍa ] বি. মাথা, মস্তক।
[সং. √ মুণ্ড্ + অ]।
মুণ্ডচ্ছেদ, মুণ্ডচ্ছেদন বি. মাথা কাটা মাথা কাটা যাওয়া।
মুণ্ডপাত বি.
1 শিরশ্ছেদ, মুণ্ডচ্ছেদ;
2 (আল.) আভিশাপ, কঠোর তিরস্কার।
মুণ্ডমালা বি. নরমুণ্ডে গাঁথা মালা।
মুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) মুণ্ডমালাধারিণী।
☐ বি. কালিকাদেবী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...