মূর্ছা
মূর্ছা [ mūrchā ] বি.
1 চৈতন্যলোপ;
2 মোহপ্রাপ্তি;
3 প্রতিফলন।
☐ ক্রি. (কাব্যে) মূর্ছিত হওয়া।
[সং. √ মূর্ছ্ + অ + আ]।
মূর্ছাভঙ্গ বি. মোহপ্রাপ্ত বা অচৈতন্য অবস্হার অবসান, অচেতন অবস্হা থেকে পুনরায় চেতনালাভ।
মূর্ছা যাওয়া ক্রি. বি. অচেতন বা অজ্ঞান হওয়া।
মূর্ছিত বিণ.
1 মোদগ্রস্ত;
2 অচেতন, জ্ঞানহারা;
3 প্রতিফলিত।
স্ত্রী. মূর্ছিতা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...