মেয়ে

মেয়ে [ mēẏē ] বি.
1 কন্যা, দুহিতা (তার দুই ছেলে এক মেয়ে);
2 বালিকা (ছেলেমেয়েরা খেলা করছে);
3 নারী, স্ত্রীলোক (মেয়েপুরুষের ভিড়)।

☐ বিণ. স্ত্রীজাতীয় (মেয়েবিড়াল)।

[> প্রা. বাং মাইয়া > সং. মাতৃকা]।

মেয়েছেলে, মেয়েমানুষ বি. স্ত্রীলোক, নারী।

মেয়ে দেখা বি. ক্রি. বিবাহের সম্বন্ধ স্হির হওয়ার আগে পাত্রপক্ষ কর্তৃক ভাবী কনেকে যাচাই করা।

মেয়েলি বিণ. নারীসুলভ, কেবল মেয়েদের পক্ষেই স্বাভাবিত এমন (মেয়েলি ছড়া, মেয়েলি স্বভাব)।

মেয়েলিপনা বি. নারীসুলভ আচরণ বা হাবভাব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...