ভক্তি
ভক্তি [ bhakti ] বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ (‘ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর’)।
[সং. √ ভজ্ + তি]।
ভক্তিগীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়।
ভক্তিতত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা।
ভক্তিপথ, ভক্তিমার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়।
ভক্তিবাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত।
ভক্তিবিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত।
ভক্তিভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)।
ভক্তিভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত।
ভক্তিমান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ভক্তিমতী।
ভক্তিমূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)।
ভক্তিযোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা।
ভক্তিরস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম।
ভক্তিহীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)।