ভানু

ভানু [ bhānu ] বি.
1 সূর্য বা সূর্যের কিরণ; রোদ (‘জানু-ভানু-কৃশানু শীতের পরিত্রাণ’: ক. ক);
2 কান্তি, শোভা।

[সং. √ ভা + নু]।

ভানুকর বি. সূর্যের কিরণ; রোদ।

ভানুমতী বিণ. কান্তিময়ী, সুন্দরী।

ভানুমতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)।

ভানুমান বিণ. সূর্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post