ভুবন
ভুবন [ bhubana ] বি.
1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক;
2 জগত্, পৃথিবী।
[সং. √ ভূ + অন।
ভুবনজয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন।
ভুবনবিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত।
ভুবনমোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন।
স্ত্রী. ভুবনমোহিনী।
ভুবনেশ্বর বি.
1 ত্রিভুবনের অধিপতি
2 ঈশ্বর;
3 ওড়িশা রাজ্যের রাজধানী
4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ।
ভুবনেশ্বরী বি. (স্ত্রী.)
1 সারা পৃথিবীর অধিশ্বরী;
2 দশমহাবিদ্যার অন্যতমা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...