ভেক
ভেক1 [ bhēka1 ] বি.
1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম;
2 বৈরাগীর বেশ;
3 ছদ্মবেশ (ভেক ধরা)।
[< সং. ভৈক্ষ্য]।
ভেকধারী (-রিন্) বিণ.
1 ছদ্মবেশ ধারণকারী;
2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন।
ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং।
[সং. √ ভী + ক]।
স্ত্রী. ভেকী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...