বিতর্ক

বিতর্ক [ bitarka ] বি.
1 আলোচনা, তর্ক, বিচার; তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি।
2 বাদানুবাদ;
3 সংশয়;
4 অনুমান।

[সং. বি + তর্ক]।

বিতর্কিত বিণ.
1 বাদ-বিসংবাদের বিষয়ীভূত, আলোচিত; যা নিয়ে তর্ক ও বিচার চলছে অর্থাত্ যার গুণাগুণ বা সত্যাসত্য এখনও নিষ্পন্ন হয়নি (বিতর্কিত বিষয়);
2 অনুমিত;
3 অনিশ্চিত।

বিতর্কিকা বি.
1 সামান্য তর্কাতর্কি;
2 তর্ক বিতর্কের আসর, সংবাদপত্রাদিতে আলোচনা বা তর্কাতর্কি প্রকাশের স্হান বা কলাম।

[সং. বিতর্ক + বাং. ইকা (ক্ষুদ্রার্থে)]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...