বজ্র

বজ্র [ bajra ] বি.
1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ;
2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র;
3 গুণনের × এই চিহ্ন;
4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন;
5 যোগবিশেষ, আসনবিশেষ;
6 হীরক।

☐ বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)।

☐ বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ।

[সং. √ বজ্ + র]।

বজ্রকঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত।

বজ্রকেতু বি. নরকের অধিপতি।

বজ্রগম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর।

বজ্রগুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication.

বজ্রধর, বজ্রপাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র।

বজ্রধ্বনি, বজ্রনাদ, বজ্রনির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ।

বজ্রপাত বি. বাজ পড়া।

বজ্রমণি, বজ্রমাণিক বি. মহামূল্য মণি বা রত্ন (‘বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা’: রবীন্দ্র)।

বজ্রমুষ্টি, (কথ্য) বজ্রমুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি।

বজ্রযান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান।

বজ্রলেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ।

বজ্রাগ্নি বি. বিদ্যুত্।

বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত।

বজ্রাহত বিণ.
1 বজ্রের আঘাতে আহত;
2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়।

বজ্রাসন বি. যোগাসনবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post