বন্যা
বন্যা১ [ banyā1 ] বি.
1 জলপ্লাবন, বান (বন্যাপ্লাবিত, বিধ্বংসী বন্যা);
2 বন্যার মতো প্রবল স্রোত (চোখের জলের বন্যা);
[সং. বন (=জল) + য + আ]।
বন্যাপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)।
বন্যাবিধ্বস্ত বিণ. বন্যায় বিপর্যস্ত বা ধ্বংস হয়েছে এমন।
বন্যার্ত বিণ. বন্যায় ক্ষতিগ্রস্ত; বন্যায় বিপদ্গ্রস্ত।
বন্যা২ স্ত্রী. বন্য।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...