অস্হি
অস্হি [ ashi ] বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়।
[সং. √ অস্ + থি]।
অস্হিচর্ম–বি. হাড় ও চামড়া; হাড়-মাস।
অস্হিচর্মসার–বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ।
অস্হিদান–বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ।
অস্হিপঞ্জর–বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton.
অস্হিপঞ্জরসার–বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ।
অস্হিবিজ্ঞান, অস্হিবিদ্যা–বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology.
অস্হিভঙ্গ–বি. হাড় ভেঙে যাওয়া।
জটিল অস্হিভঙ্গ–বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone.
সরল অস্হিভঙ্গ–বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone.
অস্হিসন্ধি–বি. ১. দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; ২. ভাঙা হাড় জোড়া লাগানো।
অস্হিসার–বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ।
বি. মজ্জা, bone marrow.