প্রজা
প্রজা [ prajā ] বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ।
[সং. প্র + √ জন্ + অ + আ]।
প্রজাতন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic.
প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ.
1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র);
2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।
প্রজাপতি বি.
1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ);
2 ব্রহ্মা;
3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র;
4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ।
প্রজাপীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার।
প্রজাবতী বিণ. সন্তানবতী।
☐ বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ।
প্রজাবিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত।
প্রজাবৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি।
প্রজারঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী।
প্রজাশক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা।
প্রজাস্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি।