প্রবেশ

প্রবেশ [ prabēśa ] বি.
1 ভিতরে যাওয়া (প্রবেশপথ বন্ধ);
2 ভিতরে যাবার ক্ষমতা বা অধিকার (প্রবেশ নিষেধ)।

[সং. প্র + √ বিশ্ + অ]।

প্রবেশক বিণ. প্রবেশকারী।

প্রবেশন বি.
1 প্রবেশ করা; ঢুকানো;
2 প্রবেশের প্রধান পথ।

প্রবেশা ক্রি. (কাব্যে) প্রবেশ করা (প্রবেশিল)।

প্রবেশিকা বিণ. (স্ত্রী.) প্রবেশকারিণী; যার দ্বারা প্রবেশ করা যায় (প্রবেশিকা পরীক্ষা)।

☐ বি. (স্ত্রী.) প্রাথমিক ও সহায়ক বই (ব্যাকরণ প্রবেশিকা)।

প্রবেশিত বিণ. ঢুকানো হয়েছে এমন, প্রবিষ্ট।

প্রবেশ্য বিণ. প্রবেশযোগ্য।

প্রবেষ্টা বিণ. প্রবেশকারী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...