প্রসার

প্রসার [ prasāra ] বি.
1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার);
2 উদারতা (চিত্তের প্রসার);
3 প্রসার;
4 পরিবর্ধন বা সম্প্রসারণ।

[সং. প্র + √ সৃ + অ]।

প্রসারণ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)।

প্রসারিত বিণ.
1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া);
2 ব্যাপ্ত;
3 পরিবর্ধিত;
4 সম্পাদিত।

প্রসারী (-রিন্) বিণ.
1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী);
2 ব্যাপক, বিস্তৃত;
3 প্রসারিত করে এমন।

স্ত্রী. প্রসারিণী।

প্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন।

প্রসার্যমাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...