নাচ
নাচ [ nāca ] বি.
1 নৃত্য (নাচের ভঙ্গি, নাচগান);
2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি, লাফালাফি।
[প্রাকৃ. নচ্চ < সং. নৃত্য]।
নাচউলি, নাচওয়ালি বি.
1 পেশাদার নর্তকী;
2 বাইজি।
নাচঘর বি.
1 যেখানে বা যে ঘরে নাচ হয়;
2 রঙ্গমঞ্চ।
নাচন, নাচনি1, নাচনাচুনি1 বি.
1 নাচ করা, নাচা, নৃত্য;
2(বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)।
নাচনি2, নাচনাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী।
☐ বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)।
নাচিয়ে বি. নর্তক।
☐ বিণ. নৃত্যকারী।
নাচুনে বিণ. নাচে এমন, নৃত্যকারী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...