নির্বিরোধ

নির্বিরোধ [ nirbirōdha ] বিণ. নির্বিবাদ, বিরোধ করে না এমন, নিরীহ।

[সং. নির্ + বিরোধ]।

নির্বিরোধী বিণ. (বাংলামতে গঠিত) নিরীহ, শান্তিপ্রিয়।

নির্বিরোধে ক্রি-বিণ. শান্তিতে, বিবাদ না করে (নির্বিরোধে বাস করা)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...