ধারণা

ধারণা [ dhāraṇā ] বি.
১. বোধ, অনুভূতি, উপলব্ধি (বস্তু সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে ধারণা);
২. অনুমান, সংস্কার, বিশ্বাস (আমার দৃঢৃ ধারণা);
৩. সিদ্ধান্ত, নির্ধারণ (ভবিষ্যত্ জীবন সম্পর্কে ধারণা করা);
৪. স্মরণশক্তি, মেধা (ধারণাশক্তি);
৫. একাগ্রতা, মনকে একই বিষয়ে স্হাপন।

[সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]।

ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...