ধুন্ধুমার
ধুন্ধুমার [ dhundhumāra ] বি.
১. পুরাণে বর্ণিত রাজাবিশেষ;
২. ঘরের দেওয়ালে সংলগ্ন ঝুল, গৃহধূম;
৩. তুমুল কোলাহল, বিষম কাণ্ড (ধুন্ধুমার বাধিয়ে দিয়েছে)।
☐ বিণ. তুমুল (ধুন্ধুমার কাণ়্ড)।
[সং. ধুন্ধু + √ মৃ + ণিচ্ + অ-তু. হি. ধুন্ধকার (=গোলমাল, শোরগোল)]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...