ধ্বজা

ধ্বজা [ dhbajā ] বি. পতাকা, নিশান, ধ্বজ (জয়ধ্বজা)।

[সং. ধ্বজ + আ (স্ত্রী.)]।

ধ্বজাধারী (-রিন্) বিণ.
১. পতাকা বহন করে এমন;
২. (আল.) উপাধি, বংষ বা ফোঁটা তিলক প্রভৃতির গর্বে গর্বিত ব্যক্তি;
৩. (আল.) (ব্যঙ্গে) কোনো প্রতিষ্ঠান বা সংস্হার সমর্থক (ধর্মের ধ্বজাধারী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...