ধার
ধার1 [ dhāra1 ] বি. (প্রত্যয়রূপে ব্যবহৃত) ধারণকারী (সূত্রধার, কর্ণধার)।
[সং. √ ধৃ + অ]।
ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)।
[ধারা2 দ্র]।
ধার3 [ dhāra3 ] বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)।
[বাং. ধার < সং. √ ধৃ + অ]।
ধার করা, ধার নেওয়া ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া।
ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া।
ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা (‘কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি’: সু. রা.)।
ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া।
ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া।
ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া।