ধুলা

ধুলা, (কথ্য) ধুলো [ dhulā, (kathya) dhulō ] বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3মাটি (ধুলোয় বসা)।

[সং. ধূলি]।

ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো।

ধুলাপড়া বি. মন্ত্রপূত ধুলো।

গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া।

চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া।

ধুলোমুঠি ধরলে সোনামুঠি হয় — ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post