দীপান্বিতা
দীপান্বিতা [ dīpānbitā ] বি. (স্ত্রী.)
১. দেওয়ালি উত্সব;
২. কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে।
☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)।
[সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...