অবস্হা
অবস্হা [ abashā ] বি.
১. দশা (শৈশবাবস্হা);
২. ভাব (মানসিক অবস্হা);
৩. সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো);
৪. সংগতি (অবস্হাপন্ন লোক)।
[সং. অব + √ স্হা + অ]।
অবস্হা বুঝে চলা–ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা।
অবস্হাগতিকে–ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে।
অবস্হান্তর–বি. অবস্হা বা দশার পরিবর্তন।
অবস্হাসংকট–বি. বিপজ্জনক পরিস্হিতি।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...