ঢোল
ঢোল [ ḍhōla ] বি.
১. চর্মবৃত বাদ্যযন্ত্রবিশেষ, ঢাকের চেয়ে ছোট আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ;
২. (আল.)
ঢোলের মতো ফোলা — ফাঁপা অবস্হা (ফুলে ঢোল হয়েছে)।
[মুন্ডা.]
ঢোল দেওয়া ক্রি. বি. ১. ঢেঁড়া পিটানো; ২. প্রচার করা।
নিজের ঢোল নিজে পেটা — আত্মপ্রশংসা করা।
ঢোলক বি. ঢোল; ছোট ঢোল।
ঢোল শোহরত বি. ঢোল পি়টিয়ে প্রচার বা ঘোষণা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...