টহল
টহল [ ṭahala ] বি. ১. পায়চারি; ২. পর্যটন (দুনিয়াময় টহল দেওয়া); ৩. ঘুরে ঘুরে পাহারা (পুলিশ সারা শহর টহল দিচ্ছে)।
[হি. টহল্না]।
টহলদার বি. ১. চৌকিদার; ২. ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; ৩. পর্যটনকারী; ৪. পাহারাওয়ালা।
টহলদারি বি. টহলদারের বৃত্তি বা কাজ।
টহলানো বি. ক্রি. ১. টহল দেওয়া বা দেওয়ানো; ২. ঘোড়াকে হাঁটানো।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...