টলা
টলা [ ṭalā ] ক্রি. ১. বিচলিত হওয়া (মন টলানো); ২. স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); ৩. অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)।
[বাং. √ টল্ + আ]।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো।
☐ বিণ. উক্ত সব অর্থে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...