টাইম

টাইম [ ṭāima ] বি. সময়; অবকাশ (নিশ্বাস ফেলারও টাইম নেই)।

[ইং. time]

টাইমকল বি. (আঞ্চ.) নির্দিষ্ট সময়ে যে কল থেকে জল পাওয়া যায়; রাস্তার জলের কল।

টাইমকিপার বি. কারখানা ও অন্যান্য স্হানে কর্মচারীদের হাজিরার সময়রক্ষক; কোনো কাজের বা বিষয়ের সময়রক্ষক।

টাইমটেবল বি. সময়সারণি; রেল কারখানা ইত্যাদির সময়সূচি।

টাইমধরা, টাইমবাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)।

টাইমপিস বি. টেবিলঘড়ি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...