টিপ

টিপ [ ṭipa ] বি.
১. আঙুলের ডগা;
২. বুড়ো আঙুলের ডগার ছাপ;
৩. দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ);
৪. কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে);
৫. আঙুলের ডগার চাপ (‘অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা’: বি. গু.);
৬. তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)।

☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]।

টিপকল বি.
১. টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি;
২. নলকূপ, টিউবওয়েল।

টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post