অহল্যা
অহল্যা১ [ ahalyā ] বি.
১. পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল;
২. মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না।
[সং. ন + হল্যা (=বিরূপা)]।
অহল্যা২ [ ahalyā ] বিণ.
১. হল বা লাঙল চালনার অযোগ্য, কর্ষণের বা চাষের অযোগ্য;
২. হল বা লাঙল দিয়ে কর্ষণ বা চাষ করা হয়নি এমন (পার্বত্য অঞ্চলের অহল্যা ভুমি)।
[সং. ন + হল্য (=হলকর্ষণযোগ্য) + আ (স্ত্রী.)]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...