ক্ষ

ক্ষুর

ক্ষুর [ kṣura ] বি. চুলদাড়ি কামাবার ছুরি বা অস্ত্রবিশেষ। (খুর দ্র)।

[সং. √ ক্ষুর্ + অ]।

ক্ষুরকর্ম–বি. ক্ষুর দিয়ে চুল বা দাড়ি কামানো, খেউরি।

ক্ষুরধার–বিণ. ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট; সুতীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)।

ক্ষুরী (-রিন্)–বি.
১. নাপিত;
২. ক্ষুরযুক্ত পশু।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...