অমল
অমল [ amala ] বিণ.
১. মল বা ময়লা নেই এমন, নির্মল, অনাবিল, পরিষ্কার (‘ওই অমল হাতে রজনী প্রাতে’: রবীন্দ্র);
২. শুভ্র, ধবল (‘অমল কমল সহজে জলের কোলে’: রবীন্দ্র)।
[সং. ন + মল]।
স্ত্রী. অমলা।
অমলধবল–বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র (‘অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া’: র. ঠা.)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...