স্মরণ
স্মরণ [ smaraṇa ] বি.
১. মনে মনে বিগত বিষয়াদির চিন্তা অনুভব বা আলোড়ন (পুরোনো কথা স্মরণ করে কষ্ট পায়);
২. স্মৃতি;
৩. ধ্যান (দুর্গানাম স্মরণ করা);
৪. মনে মনে (পরের) আগমন কামনা (মহারাজ আমাকে স্মরণ করেছেন)।
[সং. √ স্মৃ + অন]।
স্মরণশক্তি বি. মনে রাখবার ক্ষমতা।
স্মরণাতীত বিণ. এমনই প্রাচীন যে কেউই স্মরণ করতে পারে না।
স্মরণার্থ ক্রি-বিণ. স্মরণ করিয়ে দেবার জন্য।
স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য বিণ. স্মরণযোগ্য (স্মরণীয় দিবস ঘটনা বা ব্যক্তি)।
স্মরণিক বিণ. স্মৃতি রক্ষা করে এমন, memorial (স্মরণিক স্তম্ভ) (স. প.)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...