স্বর্ণ
স্বর্ণ [ sbarṇa ] বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম।
[সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]।
স্বর্ণকমল বি. রক্তপদ্ম।
স্বর্ণকার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা।
স্বর্ণগর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ।
স্বর্ণগর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী।
স্বর্ণপ্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি।
স্বর্ণপ্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা।
স্বর্ণবণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ।
স্বর্ণভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা।
স্বর্ণমৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন।
স্বর্ণসিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ।
স্বর্ণসুযোগ বি. সুবর্ণ সুযোগ।
স্বর্ণসূত্র বি. সোনার হার।
স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা।