স্বরূপ
স্বরূপ [ sbarūpa ] বি. 1 প্রকৃতি, স্বাভাবিক অবস্হা; 2 প্রকৃত রূপ (ক্রুদ্ধ হলেই স্বরূপ দেখা দেয়); নিজের রূপ; 3 তুল্য বা সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ, লক্ষ্মীস্বরূপ); 4 তুলনা (দৃষ্টান্তস্বরূপ)।
[সং. স্ব + রূপ]।
স্বরূপত (-তস্), (বর্জি.) স্বরূপতঃ অব্য. বাস্তবিকপক্ষে।
স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...