স্বচ্ছন্দ

স্বচ্ছন্দ [ sbacchanda ] বিণ. 1 অবাধ; 2 স্বাধীন; 3 স্বীয় ইচ্ছানুযায়ী (স্বচ্ছন্দ গতি); 4 সুস্হ; 5 অযত্নজাত (ফুলের স্বচ্ছন্দ বিকাশ)।

☐ বি. 1 স্বীয় ইচ্ছা; 2 স্বেচ্ছাচার।

[সং. স্ব + ছন্দ]।

বি. স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দতা।

স্বচ্ছন্দে ক্রি-বিণ. 1 সাবলীলভাবে; 2 অনায়াসে; 3 অবাধে; 4 স্বীয় ইচ্ছামতো; 5 স্বাধীনভাবে (সুখে-স্বচ্ছন্দে জীবনযাপন)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...