স্পন্দ

স্পন্দ, স্পন্দন [ spanda, spandana ] বিণ. 1 নিয়মিত কম্পন বা নড়াচড়া (নাড়ির স্পন্দন, প্রাণস্পন্দন); 2 স্ফুরণ, মৃদু কম্পন (আঁখিপাতার বা আলোকের স্পন্দন)।

[সং. √ স্পন্দ্ + অ, অন]।

স্পন্দমান বিণ. কাঁপছে এমন, কম্পমান (‘যে জীবন নিত্য স্পন্দমান’: বিষ্ণু)।

স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ।

স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত (‘স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি’: রবীন্দ্র)।

স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post