সংশয়
সংশয় [ saṃśaẏa ] বি.
1 সন্দেহ (মনে সংশয় জাগে);
2 দ্বিধা (মনে কোনো সংশয় রেখো না);
3 (ভবিষ্যত্ সম্বন্ধে) ভয়।
[সং. সম্ + √ শী + অ]।
সংশয়কর বিণ. সন্দেহজনক; দ্বিধাজনক।
সংশয়বাদী বিণ. অজ্ঞাবাদী, agnostic.
সংশয়মোচন বি. সংশয় দূর করা।
সংশয়াকুল বিণ. অতিশয় সংশয়যুক্ত।
সংশয়াতীত বিণ. সন্দেহ করা যায় না এমন, নিঃসন্দেহ (সংশয়াতীত প্রমাণ)।
সংশয়ান্বিত, সংশয়াপন্ন বিণ. সংশয়যুক্ত, সন্দিগ্ধ।
সংশয়াপ-নোদন বি. সংশয় দূর করা, সংশয়মোচন।
সংশয়ালু, সংশয়ী (-য়িন্) বিণ. সন্দেহকারী, সন্দিগ্ধচিত্ত (সংশয়ী মন)।
সংশয়িত বিণ. যা সংশয় বা সন্দেহের বিষয় বা যে সম্বন্ধে সংশয় করা হয়েছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...