শূন্য

শূন্য [ śūnya ] বি.
1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া);
2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন;
3 আকাশ (‘অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়’: বুদ্ধ; অসীম শূন্য);
4 অভাব।

☐ বিণ.
1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য);
2 খালি, ফাঁকা (‘শূন্য এ বুকে পাখে মোর আয়’: নজরুল; ‘আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ’: রবীন্দ্র; শূন্য খাঁচা);
3 উদাস (শূন্য হৃদয়)।

[সং. √ শূন্ + য]।

বি. শূন্যতা।

শূন্যকুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি।

শূন্যগর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)।

শূন্যতাপূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা।

শূন্যদৃষ্টি বি. উদাস চাহনি।

শূন্যপথ বি. আকাশপথ।

শূন্যবাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তি ও বিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ।

শূন্যময় বিণ. ফাঁকা, খালি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post