শুদ্ধ
শুদ্ধ [ śuddha ] বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)।
[সং. √ শুধ + ত]।
স্ত্রী. শুদ্ধা।
বি. শুদ্ধতা, শুদ্ধত্ব।
শুদ্ধচিত্ত, শুদ্ধমতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট।
☐ বি. পবিত্র হৃদয়।
শুদ্ধশীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট।
শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ।
☐ বিণ. আচারব্যবহার পবিত্র এমন।
শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী।
শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)।
শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার।
শুদ্ধিপত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা।
শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা।
শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা।